নিউজ ডেস্ক: অসহায় ও দুস্থ মানুষের সেবায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের ব্যানারে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে রাঙ্গুনিয়া পদুয়ার শতাধিক মানুষ।
গত শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাটপ স্থানীয় ব্লুমিং ফ্লাওয়ার গ্রামার স্কুলে শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় প্রায় হাজারো রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন শওকত আলী নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি সহ-সভাপতি মো ইউসুফ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মেম্বার, কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতা ওয়াকিল আহমদ, বিএনপি নেতা ইলিয়াছ শিকদার, সৈয়দ নূর, এ্যাড. লিয়াকত আলী নূর, নাসির উদ্দীন নসু, শামীম চৌধুরী, রফিকুল ইসলাম, শাহেদ কামাল, কামাল উদ্দীন মাস্টার, ছাত্রদের সদস্য সচিব হেলাল আহমেদ, মহিলাদল নেত্রী রূপা আকতার, আবুল হোসেন, ইউসুফ শিকদার, আহসান উল্লাহ মেম্বার, আরছ তালুকদার, মো. দিদার আলম, ইফতেখার হোসেন রুবেল, ওমর ফারুক, মো. মাহবুব, নঈম উদ্দিন,নাসির উদ্দিন রক্সি, মো. মুছা, আরজু, জাহাঙ্গীর এলাহী, আবদুল জলিল মেম্বার, জামাল উদ্দিন, মো. জাহেদ চৌধুরী, নাজিম উদ্দীন ও মহিম প্রমুখ।
সকাল ৯ টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক দুপুর ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. তাহসিন নূর (সার্জারী), দন্তরোগ বিশেষজ্ঞ ডা. হিমু, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. তাশদীদ নূর, ডা. আরমানুল হক নিশান, ডা. হাসান আল ফয়সাল, শিশু বিশেষজ্ঞ ডা. শাহাদাত, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রায়হান, ডা. ইকরাম এলাহি, ডা. ফয়েজ ও ডা. আনাস সাকিব।
শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সাকিব,আশিক,রিকন,তৈহিদ, ইমরান, সাজ্জাদ, মুজিব, ফয়সাল, আকিক, নিশাত,সাইফুল,সজিব ও আরবি প্রমুখ।
এদিকে ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের গ্রামগুলো থেকে ভিড় করেন মানুষ।এই মেডিকেল ক্যাম্পের আওতায় এসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৫ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহন করে।
আগত অতিথিরা বলেন, রাজনীতি হওয়া উচিত সেবামূলক। অতিথিরা নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার আহ্বান জানান।