রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ সিরাজুল ইসলামকে সভাপতি, ও মো.এহেছান হাবীবকে সাধারণ সম্পাদক করা হয়।
শনিবার (৮ জানুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা আরজু সিকদার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুছের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবলীগের দপ্তর বরাবর জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।
এদিকে নবনির্বাচিত যুবলীগ নেতৃবৃন্দ এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানান। তার নির্দেশনা মেনে রাঙ্গুনিয়ায় যুবলীগের গতিশীল নেতৃত্ব প্রতিষ্টা করতে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।