
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম জুমপাড়া সার্বজনীন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অস্থায়ী বিহারের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) বিকালে বনগ্রাম জুমপাড়া এলাকাবাসীর উদ্যোগে বিহার মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজয় কুমার চাকমা সভাপতিত্বে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তনের নায়ক হিসেবে কৃষি এওয়ার্ডপ্রাপ্ত ও জাতীয় মৎস্য খামারী স্বর্ণপদক প্রাপ্ত এরশাদ মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিচ আজগর, উপজেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, আবু মনছুর, জালাল উদ্দিন জল, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেব রঞ্জন চাকমা, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, সুমঙ্গল মহাথের, দীপংকর মহাথের, জ্ঞানবংশ মহাথের, ধর্মানন্দ মহাথের, আর্জ্যলংকার মহাথের, বিপুল জ্যোতি মহাথের, আশীষ বড়ুয়া প্রমুখ।
এসময় ফিতা কেটে অস্থায়ী বিহারের উদ্বোধন ও ফলক উন্মোচন করে প্রস্তাবিত বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগত অতিথিবৃন্দ।