মোঃআইয়ুব চৌধুরী : (রাজস্থলী প্রতিনিধি)
রাঙ্গামাটি পার্বত্যজেলার রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী জেলা পুলিশ সুপার কর্তৃক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আদোমং মারমা, সাধারন সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যাদের বাঙ্গালহালিয়া সিএনজি অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) বিকাল ৪ ঘঠিকার সময় বাঙ্গালহালিয়া বাজার চত্বরে বাঙ্গালহালিয়া সিএনজি অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আদোমং মারমা,ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য (মহিলা) সালমা আক্তার, বাপ্পী দেব,এসাইচিং মারমা। সাধারণ সদস্য (পুরুষ) মোঃ এমদাদুল হক (মিলন), কামাল হোসেন, আবদুল কাদের হাওলাদার,থুইসিংমং মারমা,মংউচিং মারমা,শিমুল দাশ,ক্যচিংহ্লা মারমা,ইখ্যাইমং মারমা ও থোয়াইসুইমং মারমা।
সংবর্ধনা অনুষ্ঠান মাসুম তালুকদারের উপস্থাপনায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি মোঃসেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান, বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী পুলক চৌধুরী, মাসুম সরদার,বিকাশ বিশ্বাস,কায়ুম হোসেন মিরাজ, প্রমুখ।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ ওসি চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ,৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আদোমং মারমা ও সদস্য -সদস্যাগণদের সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।