রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ব্রীজঘাট শেখ জামাল স্মৃতি সংসদের উদ্যোগে দুধপুকুরিয়া হাজী আব্দুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনালখেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন রাজার হাট পঞ্চায়েত বনাম আমতলী একাদশ।
শুক্রবার ( ৭ জানুয়ারি) বিকালে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আবছার তালুকদারের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খেলায় আগত অতিথিরা।
খেলার শুরুতে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্বের পূর্বে উদ্বোধকের বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান (বদি, প্রধান বক্তার বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ,আয়োজিত খেলায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবু জাফর, ইউপি সদস্য মোঃ জাহিদ হাসান তালুকদার, ইউপি সদস্য মোঃ ফারুক তালুকদার, ইউপি সদস্য শামীমা আক্তার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর-উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু সিংসাইনু মারমা, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহ- সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সদস্য আবু সালেক।এতে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সাইদুল আলম সাইদ, ডক্টর হাসান মাহমুদ ছাত্র স্কোয়াড,শেখ জামাল স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দসহ আরো অনেকে। ফাইনাল খেলায় রাজার হাট পঞ্চায়েত আমতলী একাদশকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হিসেবে জয়যুক্ত লাভ করেন।