
মোহাম্মদ ইদ্রিছ
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাংলাদেশী বৌদ্ধদের উজ্জ্বল নক্ষত্র,পদুয়া গ্রামের কৃতি সন্তান,মানবিক চেতনার অনন্য প্রতিভা, একুশে পদক প্রাপ্ত, ২৮তম মহামান্য সংঘনায়ক প্রয়াত শুদ্ধানন্দ মহাথেরো এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহার চত্বরে শ্রদ্ধাজ্ঞাপন ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত মহতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তনের নায়ক মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব এরশাদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদিউজ্জমান বদি, নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু ঝাফর আহমেদ, ইউপি সদস্য সাইদুল আলম সায়েদ,ইউপি সদস্য মোঃ ফারুক তালুকদার ও জাহাঙ্গীর আলম বাদশাহসহ আরো অনেকে।