নিজস্ব সংবাদদাতা,রাজস্থলী : রাঙ্গামাটি জেলার অন্তর্গত চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী রাঙ্গামাটি জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর কৃতিত্ব অর্জন করায় বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) বিকালে বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানটি বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো: শামসুল আলমের সভাপতিত্বে মাসুম তালুকদার ও সুমন বড়ুয়ার উপস্থাপনায় প্রধান অতিথি ও সংবর্ধীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। সংবর্ধীয় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোন প্রতিনিধি, সাংবাদিক আজগর আলী খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী পুলক চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,ইলিয়াছ সওদাগর, কনক শাহা, সজল দে, মুছা সওদাগর,আইয়ুব,বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ীগণসহ আরো অনেকে।