রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া খুরুশিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে খুরুশিয়া ছাবিলা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ওয়ারেছীয়া স্পোর্টিং ক্লাব বনাম ফকির টিলা একতা সংঘ
সোমবার (২৪ জানুয়ারি) বিকালে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলাটি খুরুশিয়া ছাবিলা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্টাতা সভাপতি মুহাম্মদ আবু তাহের (কান্ত আলম) এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খেলায় আগত অতিথিরা।
খেলার শুরুতে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্বের পূর্বে আগত অতিথিদের ফল দিয়ে বরণ করে নেন খুরুশিয়া স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আলী হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের রাঙ্গুনিয়া নিউজের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইদ্রিস আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ হারুন তালুকদার, মুহাম্মদ আবুল কালাম ও মুহাম্মদ শফি।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম ছুরুত মিয়া স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ আলি আকবর আকিব এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাছান তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান রনিসহ সংগঠনের নেতৃবৃন্দগন।