চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফেরিঘাট চারাবট্টল এলাকা থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের চারাবট্টল এলাকা থেকে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানা যায়।
আটক নুর উদ্দিন রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা ইউনিয়নের সাবস্টেশন ৯ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দ্রঘোনা ইউনিয়নের চারাবট্টল এলাকা থেকে ৫৬ পিস ইয়াবাসহ তাকে আটক করার খবর জানা যায়। যার বর্তমান বাজার মূল্য ১৬ হাজার ৮০০ টাকা।’
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মিল্কি মহানগর সংবাদ মাধ্যমকে বলেন, ‘ইয়াবাসহ আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’