মানবিক ডাক্তার খ্যাত ডা: আবু মোরশেদের জন্মদিনে শুভেচ্ছা বিনিময় করলেন ঘাটচেক ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও অক্সিজেন ফকিরাবাদ গুলবাগ আবাসিক একতা সংঘ এর উপদেষ্টা সেতুল মির্জা ।
রবিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে মানবিক ডাক্তার খ্যাত ডা: আবু মোরশেদ জর্ম্মদিন উদযাপন করা হয়েছে। তিনি বর্তমানে সহকারি অধ্যাপক হিসেবে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরতো আছেন। এর আগে চট্টগ্রাম মেডিক্যাল এ ও কর্মরত ছিলেন এবং চট্টগ্রাম এর বেশ কিছু হাসপাতাল আর মেট্রো ল্যাব এর ডিরেক্টর হিসেবে রয়েছেন। করোনাকালিন সময় থেকে এখন পর্যন্ত তিনি নিরলস ভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছেন, তিনি চট্টগ্রাম এ মানবিক ডাক্তার হিসেবে খুবি জনপ্রিয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূনবার্সন সোসাইটি চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও ঘাটচেক ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও অক্সিজেন ফকিরাবাদ গুলবাগ আবাসিক একতা সংঘ এর উপদেস্টা সেতুল মির্জা তার জর্ম্মদিনে শুভেচ্ছা বিনিময় করেন।