বর্তমান রাঙ্গুনিয়ার ইউএনও ইফতেখার ইউনুস উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত হবেন। ২৬ তারিখে সাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা গেছে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করবেন আতাউল গনি ওসমানী। তাঁর বাড়ি চাঁদপুর জেলায়। গত ২৭ তারিখে সাক্ষরিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।