
সকলে সালাম / আদাব নিবেন,
আশা করি সবাই ভাল আছেন। এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি) বিকাল-৫ ঘটিকার সময়, আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে বিবিধ বিষয়ে অতি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে, এতে সংলিষ্ট সকলের উপস্থিতি থাকার অনুরোধ জানিয়েছেন।
মিটিং এর স্থানঃ রাজ্জাক হাইটস (২য় তলা), কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় গলি, মোমিন রোড়, চেরাগী পাহাড় সংলগ্ন, চট্টগ্রাম।
আলোচ্য সূচিঃ
১.মরহুম এডভোকেট নুরচ্ছফা তালুকদারের স্বরণ সভা আয়োজন ও বিবিধ।
নিবেদক,
অধ্যাপক মোঃ আনোয়ার, আহ্বায়ক