
এতদ্বারা সংলিষ্ট সকলের অবগতির জানানো যাচ্ছে, যে আগামী ৪ঠা ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টায় ইছাখালী এড.নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে রাঙ্গুনীয়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে সাবেক জেলা (পিপি) আইনজীবী সমিতির সাবেক সভাপতি রাঙ্গুনীয়া সমিতি চট্টগ্রাম উদ্যোগক্তা সদস্য ও আজীবন সদস্য রাঙ্গুনীয়ার গণমানুষের নেতা মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাহেবের শ্রদ্ধাষ্পদ পিতা এড.নুরু চ্ছাফা তালুকদার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভার আয়োজন করা হয়েছে। উক্ত স্বরণ সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী উপস্থিত থাকার সম্মতি প্রদান করেছেন । উক্ত স্বরণ সভায় রাঙ্গুনীয়া সমিতি চট্টগ্রাম এর সকল আজীবন সদস্য,উপদেষ্টা,পৃষ্টপোষক,ও হৈতিয়সী শুভানুধ্যায়ীসহ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
অনুরোধে :
১. প্রফেসর মতো. নুরুল আনোয়ার আহবায়ক, রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রাম
২. লায়ন আলহাজ্ব সি. এস.কে.সিদ্দিকীআহবায়ক,স্বরণসভা উদযাপন কমিটি
৩.অধ্যক্ষ মো. আবু ইউসুফ সদস্য সচিব,স্বরণসভা উদযাপন কমিটি