রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম ছুরুত মিয়া স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা, পুরুস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী ) পূর্ব খুরুশিয়া ছবিলা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।খুরুশিয়া স্পোর্টিং ক্লাব ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ছুরুত মিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে আয়োজিত খেলা পরবর্তী পুরস্কার বিতরণী, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ১০ নং পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু জাফর। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার শামীমা আক্তার।
এতে বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলার সহ-সভাপতি, পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ কামাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব খুরুশিয়া কানুন বাজার ব্যবসায়ি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আবু তাহের কান্ত আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা বাপ্পারাজ বাপ্পু, মুহাম্মদ হারুন তালুকদার, মোঃ শফি, মোঃ আবুল কালাম, পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ শাখাওয়াত হোসেন,সহ-সভাপতি আব্বাস উদ্দীন,মোঃ আরিফ হোসেন,পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেক উদ্দীন রানা,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান অভি,সাংগঠনিক সম্পাদক সুমন,৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম ছুরুত মিয়ার বড় সন্তান মুহাম্মদ পেয়ারু হোসেন এর পৃষ্ঠপোষকতায় ও পদুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা পরবর্তী সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম ছুরুত মিয়া স্মৃতি সংসদ এর সম্মানিত সভাপতি মুহাম্মদ আলী আকবর আকিব, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাছান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান রনি।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তারা বলেন, মানবজীবনে ধুমপান, মাদক, ইভটিজিং, জঙ্গি সন্ত্রাস ও অশুভ চিন্তা চেতনা থেকে দুরে থাকতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের গুরুত্ব অপরিসীম। সুস্থ বিনোদন মানব প্রকৃতির স্বাভাবিক দাবি। তিনি অশুভ চিন্তা চেতনা থেকে দুরে থাকতে পড়া লেখার পাশাপাশি সুস্থ বিনোদন চর্চার আহবান জানান যুবকদের প্রতি।
অনুষ্ঠানে পদুয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
খেলায় চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন, খুরুশিয়া স্পোর্টিং ক্লাবের জুনিয়র একাদশ। ফকির টিলা একতা সংঘের বিপরীতে ট্রাবেকারে ১ গোলে জয়লাভ করেন খুরুশিয়া স্পোর্টিং ক্লাব এর জুনিয়র একাদশ।