মোহাম্মদ ইদ্রিছ:- রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এলাভেন সুপার স্টারের উদ্যোগে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পদুয়া বটতল একাদশ বনাম পদুয়া বাটানা পাহাড় একতা সংঘ।
শনিবার ( ১২ ফেব্রুয়ারি) বিকালে অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সভাপতি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাংঘাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার বাদশাহর সভাপতিত্বে মো. হ্দয় হোসেন তালুকদার ও বখতিয়ারের যৌথ সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খেলায় আগত অতিথিরা।
ফাইনাল খেলায় আগত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন পদুয়া এলাভেন সুপার স্টারের সদস্যরা।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি, নুরুল আবছার তালুকদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি, মো. সেলিম উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালযয়ের আজীবন দাতা সদস্য অসিম কুমার চৌধুরী,পদুয়া আওয়ামীলীগের সহ-সভাপতি বিজনদাশ গুপ্ত, দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রিী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী,পদুয়া ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম চোধুরী, পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাষ্ঠার মকবুল হোসেন, হরিহর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইব্রাহীম খলিল ও আজকের রাঙ্গুনিয়া নিউজের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইদ্রিস আলীসহ পদুয়া এলাভেন সুপার স্টারের নেতৃবৃন্দগন।
ফাইনালে পদুয়া বটতল একাদশ বনাম পদুয়া বাটানা পাহাড় একতা সংঘ অংশগ্রহণ করে। এতে পদুয়া বাটানা পাহাড় একতা সংঘকে ২ গোলে হারিয়ে পদুয়া বটতল একাদশ চ্যাম্পিয়ন ট্রপি জয়লাভ অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রপি এবং প্রাইজ মানি তুলে দেয়।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ শিরোপা অর্জন করে মো: ওয়াসিম। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো: সায়েম। খেলায় রেফারির দায়িত পালন করেন, মো: জুলপিকার ঝুলু।