মোহাম্মদ ইদ্রিছ: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় বর্ণিল আয়োজনে তারুণ্যের পরিবারের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৯ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইত্যাদি চত্বরে তারুণ্যের পরিবারের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সরফভাটা তারুণ্য পরিবারের পরিচালক ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, সরফ ভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মাষ্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু,সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী,সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব,সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু ও সাধারণ সম্পাদক আলী শাহ্।
এসময় বক্তারা তারুণ্যের পরিবারের সার্বিক কার্যক্রমের সাধুবাদ জানান এবং রাঙ্গুনিয়া উপজেলায় আর্থ-সামাজিক উন্নয়নে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তারুণ্য পরিবারের বর্ষপূর্তি উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ, সেলাই মেশিন ঢেউটিন ও নগদ অর্থ এবং সন্ধ্যায় আকাশ রাগানো আতশবাজি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় আঞ্চলিক কন্ঠশিল্পী মেরী।
এসময় বক্তারা তারুণ্যের পরিবারের সার্বিক কার্যক্রমের সাধুবাদ জানান এবং রাঙ্গুনিয়া উপজেলায় আর্থ-সামাজিক উন্নয়নে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।