দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার্স ইনচার্জ মো. ওবায়দুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন পদুয়া ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
আজ শনিবার (১৬ এপ্রিল ) দুপুরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিস কক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন পদুয়া ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাহমুদুল করিম সুমন,সহ- সভাপতি ডাঃ মামুন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ প্রমুখ।
এসময় অফিসার ইনচার্জ মো.ওবায়দুল ইসলামের সাথে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পদুয়া ইউনিয়নে মানবাধিকার বাস্তবায়ন বিষয়ক আলোচনা হয়। শেষে বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার প্রসপেক্টাস অফিসার ইনচার্জ মো. ওবায়দুল ইসলামের হাতে তুলে দেন উপস্থিত পদুয়া ইউনিয়নের মানবাধিকার নেতাকর্মীরা।