বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম কবির তালুকদারের স্মরণসভা ও ইফতার মাহফিলের প্রস্তুতি উপলক্ষে পদুয়া ইউনিয়ন আওয়ামী যুব-লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম কবির তালুকদারের স্মরণসভা ও ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে আজ (১৬ এপ্রিল) বিকালে রাজারহাট বাজার ব্যাবসায়ী সমবায় সমিতির লিঃ এর কার্যালয়ে পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন যুবলীগের নব-নির্বাচিত সভাপতি মো.রাশেদুল ইসলাম রাসেল ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদ।
বর্ধিত সভায় পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. রাসেল জানান, আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য স্মরণসভা ও ইফতার মাহফিলে ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে সুশৃঙ্খলতার মধ্যদিয়ে সভাস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
সভার সঞ্চালক মো. সায়েদুল আলম সায়েদ উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে পদুয়া ইউনিয়ন যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দকে সর্বোচ্চ ভূমিকা পালন করার আহবান জানান।