
রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটি বাংলাদেশ পদুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পদুয়া রাজারহাট নাহার শপিং কমপ্লেক্স গাউছিয়া কমিটির কার্যালয়ে ইফতার মাহফিল ও বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির তালুকদারের স্বরণে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭জুলাই) বিকালে রাঙ্গুনিয়া গাউছিয়া কমিটি পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিম আল- কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আ.লীগ পদুয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।

গাউছিয়া কমিটি পদুয়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার আলোচনা করেন- পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ হাছান তালুকদার।
আয়োজিত সভায় অতিথি হিসেবে আরো আলোচনা করেন,হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাকিম উদ্দিন আল-কাদেরী, বড়জুম আব্দুল কাদের জিলানী জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন আল-কাদেরী,মাষ্টার ছাবের,মাস্টার নাজিম,হাফেজ আনোয়ার, মো.কবির আহমদ,মো. ইসহাক, মো. আহমদুল হক (সওঃ), মো. আক্কাস উদ্দিন, আব্দুল হক (সওঃ), মৌলভী নুরুল আজিম, মো. সোহেল চৌধুরী, মাওলানা নাজিম উদ্দিন,মো. ইদ্রিছ জনি,মো.আবছার উদ্দিন, আব্দুল মান্নান, মো. করিম,মো.এনাম ও আবুল কাসেম প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাকিম উদ্দিন আল- কাদেরী ও মাওলানা জসিম উদ্দিন আল- কাদেরী।

ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
