
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) বিকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুরের জামান রেস্টুরেন্টের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আছিফুর রহমান শাহীনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম বিভাগের মূখ্য সমন্বয়ক সৈয়দ মোর্শেদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সভাপতি সাজ্জাদ হোসেন, দক্ষিণ জেলার সভাপতি খোরশেদ আলম খোকন, সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি জাওয়াইদ ই চৌধুরী এবং উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি বাবর উদ্দিন সাগর।
এ সময় চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া প্রার্থনা করা হয়।