
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল উপজেলা সদরের ইছাখালীর ইছাখালী ইছামতি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকালে দোয়া ও ইফতার মাহফিল ইছাখালী ইছামতি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসুর সভাপতিত্ব মাহফিলে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।


উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলী শাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মেয়র মো. শাহজাহান সিকদার, সদস্য আকতার হোসেন খান, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ধর্ম সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন শাহ, উপ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, সদস্য শৈবাল চক্রবর্তী, পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুচ, সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, উপজেলা তাতী লীগের আহবায়ক মোরশেদ তালুকদার, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জাকিরুল আজম চৌধুরী মুরাদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা রহমত উল্লাহ। ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।