
মোঃ সুমন: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
গত ২০ এপ্রিল বুধবার সকালে কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ, উপজেলা কৃষি অফিসার মো: মাহবুব আলম রনিসহ উপসহকারি কৃষি কর্কমর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপকার ভোগি ৫০০ জন কৃষকগন উপস্থিত ছিলেন। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন বর্তমান সরকারের আমলে কৃষক যেহারা ভর্তুকি দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করছে, যা অতীতে কোনো সরকারে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেনি।তাই কৃষি প্রণোদনা গুলো সঠিক ভাবে ব্যাবহার করার আহ্বান জানান।