গত ৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে তাকে কুমিল্লা ডিসি অফিসে বদলি করা হয়। নিয়মিত বদলির অংশ হিসেবে রাঙ্গুনিয়ার এ্যাসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরীকে বদলি করা হয়েছে। এ্যাসিল্যান্ড রাজীব চৌধুরী বিভিন্ন সেবা দেয়ার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। ভূমি অফিসে তিনি বিশেষ কিছু বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করেছেন। এরমধ্যে রয়েছে- প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা ও Physical challenged আবেদনকারীদের জন্য মাত্র ৯ (নয়) কর্ম দিবসে (সরকারি সময়সীমা সর্বোচ্চ ২৮ দিন) নামজারি খতিয়ান সরবরাহ করা হয়। প্রবাসী ও অফিসে আসতে অক্ষম আবেদনকারীদের অনলাইনে শুনানী গ্রহণপূর্বক বিবিধ মামলা নিষ্পত্তি করা হয়। অফিসটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে অবস্থিত হওয়ায় যানবাহনে আগত সেবা প্রার্থীদের সড়ক হতে ভূমি অফিস খুঁজে পেতে কষ্ট হয়। বর্তমানে দিনে ও রাতে দৃশ্যমান নান্দনিক ডিজিটাল লেটার বক্সের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চিহ্নিত করা হয়েছে। তিনি কিছু অফিস পরিকল্পনা গ্রহণ করেছেন, সেগুলো হলো- উপজেলাতে অতিথিদের জন্য কোন রেস্ট হাউস না থাকায় প্রায়শই বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। উপজেলা ভূমি অফিস, রাঙ্গুনিয়ায় নতুন ভবন নির্মিত হওয়ায় পুরানো অফিস ভবনটিকে রেস্ট হাউসে রূপান্তরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ডিজাইন ও বাজেট প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। Beautiful Rangunia থিমের উপর ভিত্তি করে রাঙ্গুনিয়ার দর্শনীয় স্থানসমূহের একটি ফটো এলবাম ভূমি অফিসে স্থাপন করা হবে। এছাড়া উক্ত থিমের উপর নির্মিতব্য ভিডিওটি রাঙ্গুনিয়ার একটি ব্রান্ডিং আইটেম হিসেবে বিভিন্ন ফোরামে উপস্থাপন করা সম্ভব হবে। বাজেট প্রাপ্তি সাপেক্ষে শীঘ্রই ফটোশুট ও ভিডিও নির্মাণ কাজ শুরু হবে।
রাঙ্গুনিয়ায় দিন দুপুরে মসজিদের মাইক সেট চুরি
প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া শাহাবুদ্দীন নগর ফারুকে আজম জামে মসজিদের মাইক সেট চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৮ ডিসেম্বর) ২টা ৩০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া ৫নং পারুয়া ৮নং সাহাববুদ্দীন নগর হাজারীহাট…