রাঙ্গুনিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সেলিমের পিতা মোস্তাফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ও ইন্নালিল্লাহি রাজিউন)।
রোববার (২৪ এপ্রিল) রাত পৌনে ৯ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উত্তর ঘাটচেক জিলানী জামে মসজিদ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এক বিবৃতিতে তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদারসহ বিভিন্ন স্তরের আওয়ামীলীগ নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।