হযরত উওয়াইস আল-কারনি রাদ্বঃ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহার দেয়া এই পবিত্র পোশাক, একটি জীবন্ত মুযিযা, যা ১৪শ বছর ধরে আমাদের চোখের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে সাক্ষী দিচ্ছে।
তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক প্রদর্শনীতে হাজারো মানুষ ভিড় করেছেন। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধুমাত্র পবিত্র রমজান মাসেই প্রদর্শন করা হয়।
হযরত উওয়াইস আল-কারনি (রা.) কে উপহার হিসেবে নিজের ব্যবহৃত এ পোশাকটি দেন হযরত মুহাম্মদ (সা.)হযরত উওয়াইস আল-কারনি (রা.) -এর বংশধররা এটি দীর্ঘ ১৪শ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন।