মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষ থেকে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার ৬০০ সাধারণ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রীর পক্ষে এসব উপহার সামগ্রী দেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আ.লীগ নেতা শেখ মোজাহের হোসেন। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ৷ উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান। যুবলীগ নেতা মাহবুবুল আলম সিকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার,ধর্মবিষয়ক সম্পাদক,আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার,কৃষি বিষয়ক সম্পাদক জাফর ছালেক সিকদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, আওয়ামীলীগ নেতা ফারুক সিকদার, বিপ্লব সিকদার, পৌর কাউন্সিলর আবুল কাশেম, কপিল উদ্দিন সিকদার, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজ হোসেন, নাছির উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা মো. আইয়ুব, মনিরুদ্দৌলা মনি, মোরশেদ তালুকদার প্রমুখ। শেষে সাধারণ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।