
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২০ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে কাগজপত্রসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সারাদেশে ৩২ হাজার ৯০৪ ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর বুঝিয়ে দেন।
তারই ধারাবাহিকতায় উপজেলার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ার ২০ সুবিধাভোগীদের মাঝে জমিসহ কাগজপত্র তুলে দেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী প্রমুখ।