“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’’- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার ১০ নং পদুয়া ইউনিয়নের অসহায় দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩ মাসের ৩০ কেজি মোট ৯০ কেজি চাল ৯৬ টি পরিবারের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬এপ্রিল) পদুয়া ইউনিয়ন কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি কায়সার উদ্দিন আহম্মেদ, ডিজিডি তদারকি কর্মকর্তা দিলীপ কুমারশীল,পদুয়া ইউনিয়ন পরিষদের সচিব রবিন চৌধুরী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নয়ন বড়ুয়া প্রমুখ।