
রাঙ্গুনিয়া পদুয়ায় ৩৫ জন কৃষককে বিনামূল্যে প্রনোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কুষককে দেওয়া হয়েছে ৫ কেজি ধান বীজসহ ১০ কেজি ( মিউরেট অফ পটাস) এমওপি, ২০ কেজি ডিএপি (ডাই এমোনিয়াম ফসফেট) সার ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামনে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, খরিপ ১/২০২১-২২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউস বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদিউজ্জমান বদি,উপসহকারী কৃষি কর্মকর্তা পল্লবী চক্রবর্তী, নয়ন বড়ুয়া, আলী রেজা ও সন্জয় দে ভুট্টো প্রমুখ।
