তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান ‘এনএনকে’ ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়ন জুড়ে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবছর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এনএনকে ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি ও আওয়ামী নেতৃবৃন্দের সমন্বয়ে এই কার্যক্রম চালানো হচ্ছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে পদুয়া ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
পদুয়ায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাওলানা হাকিম উদ্দিন আল- কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তনের নায়ক বিশিষ্ট সমাজ সেবক এরশাদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে।