
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের কছির মোহাম্মদ ফকির পাড়া এলাকার পুকুরে ডুবে পপি আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মে) দুপুর ১ টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের কছির মোহাম্মদ ফকির পাড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত পপি আক্তার মুহাম্মদ নাছের সওদাগরের মেয়ে।
জানা যায়, বেলা ১২ টার সময় পপি তার সহপাঠীদের সাথে মসজিদের পুকুরে একবার গোসল করেছে। পরে ভেজা কাপড় শুকাতে দিয়ে আবার একা গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। দুপুর ১টার সময় তাকে খুঁজে পাওয়া না গেলে পুকুর পাড়ে ওড়না দেখতে পাই। পরে তার বাবাকে বিষয়টি জানালে পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, পপিকে পুকুর থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে দেখানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু পপি আক্তারের মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।