নিজস্ব প্রতিবেদক :- দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যাবৎজীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮মে) তাকে আদালতে প্রেরণ করা হয়। যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি মো. হারুন (৫০) দক্ষিণ রাঙ্গুনিয়া থানা সরফভাটা ইউনিয়নের জংগল সরফভাটা এলাকার বদিউল আলমের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক অবস্থায় আত্বগোপন করে ছিল ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এ এস আই জুয়েল জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে এএস আই আব্দুল মুমিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে যাবজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. হারুনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়।