
রাঙ্গুনিয়ায় আসন্ন (২৯ মে) চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন উপলক্ষে পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা করা হয়েছে।

শুক্রবার (২০ মে) সন্ধায় পদুয়া ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বদিউজ্জমান বদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহিদ হাছান তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী,পদুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো.সোহেল, পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানা।
আয়োজিত বর্ধিত সভায় পদুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।