রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন (বালক অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ মে) বিকালে গভর্ণর জাকির হোসেন স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এরশাদ মাহমুদ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী ও সদস্য সাংবাদিক জগলুল হুদার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, বিআরডিবি চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হক, বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম, পৌর কাউন্সিলর জালাল উদ্দীন, নুরুল আবছার জসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, ক্রীড়া সংস্থার হারুনুর রশীদ, মোহাম্মদ আলী, আবদুল মালেক, মোহাম্মদ আলী, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক এহসান হাবিব, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল রাসু, ক্রীড়ানুরাগী বিষু বড়ুয়া, মানিক কান্তি দাশ, ফোরকান, সোহেল খান, ছাত্রলীগ নেতা ফাহিম চৌধুরী প্রমুখ। এদিন খেলা পরিচালনায় ছিলেন মুক্তি সাধন বড়ুয়া, ওয়াহিদুল আলম ও আল আমিন।
উদ্বোধনী খেলায় রাজানগর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে কোদালা ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে কোদালা একাদশের শাহাদাত জয়সূচক গোলটি করেন।