রাঙ্গুনিয়া উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় আহত মোজাম্মেল হোসেন (২৩) নামের এক যুবক মারা গেছে।
শুক্রবার (২০ মে) পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মে বুধবার দুপুরে সে বন্ধুর সাথে বাইক চালানোর সময় কাপ্তাই সড়কের চন্দ্রঘোনায় দূর্ঘটনার শিকার হয়। পরে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
নিহত মোজাম্মেল হোসেন নোয়াখালীর মুহাম্মদ রিয়াজের সন্তান। জানা যায়,সে রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম সরফভাটার ৪নং ওয়ার্ড ছৈয়দূলখীল এলাকায় নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মার্কেটে ইভেন্টের কাজ করতো।
মোজাম্মেলের অকাল মৃত্যুতে সরফভাটার বিভিন্ন সামাজিক,ধর্মীয় সংগঠন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন।
পদুয়ায় কঠিন চীবর দান ও ভদন্ত সুমনতিষ্য মহাথের বরণ উৎসব অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস বাটানা পাহাড় সার্বজনীন শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব ও ভদন্ত সুমনতিষ্য থের’র মহাথের বরণ উৎসব শুক্রবার (৮ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে পালিত…