বিভিন্ন থানায় ডাকাতী, ডাকাতী মালামাল উদ্ধার ও হত্যাসহ ৩ মামলার আসামি রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী খালেদ নেওয়াজ ওরফে বাবুলকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
রবিবার (১২জুন) রাত সাড়ে ৯ টায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার খালেদ নেওয়াজ ওরফে বাবুল উপজেলার সরফভাটা, পাট্টাইল্লাকুল, বদি চেয়ারম্যানের বাড়ী মো. জেবল হোসেনের ছেলে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমি ও সঙ্গীয় ফোর্সেসহ অভিযান চালিয়ে ‘খালেদ নেওয়াজ ওরফে বাবুল কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছি। সে একাধিক ডাকাতী ও হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে আসছে। কিন্তু সে বিভিন্ন এলাকায় আত্মগোপন করায় এতদিন তাকে গ্রেফতার করা যায়নি। সর্বশেষ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে।’
আগামীকাল গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হইবে।