(মো: ইদ্রিছ) চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়ায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ জুন) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী দক্ষিণ রাঙ্গুনিয়া মৌলভীখিল দ্বারিকোপ এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ আব্দুল মন্নানকে মৌলভীখিল এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমি ও সঙ্গীয় ফোর্সেসহ অভিযান চালিয়ে মোঃ আব্দুল মন্নানকে করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।