চট্টগ্রামের রাঙ্গুনিয়া সংসদীয় আসনে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম জননেতা এম সাদেক চৌধুরীর সহধর্মিণী লতিফা বানু চৌধুরী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে—-রাজিউন)।
মঙ্গলবার (১৪ জুন) ২০২২ ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বাদে আছর রাঙ্গুনিয়া পূর্ব সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় দফা জানাযার নামাজ শেষে স্বামী মরহুম সাদেক চৌধুরীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
লতিফা বানু চৌধুরীর মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, ড. হাছান মাহমুদ এমপি প্রয়াতের বিরহী আত্মার মাগফেরাত করেন এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, রাঙ্গুনিয়ায় আওয়ামী রাজনীতিকে এগিয়ে নিতে মরহুম জননেতা এম সাদেক চৌধুরীকে পাশে থেকে সহযোগীতা করেছিলেন লতিফা বানু চৌধুরী। মরহুমার জীবনে কোন লোভ লালসা তাঁর মধ্যে ছিলনা।