
মোঃআইয়ুব চৌধুরী (রাজস্থলী,)
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে লিডারশীপ টু এনমিউর এডএকুয়েট নিউট্রিশন ( লিন) কর্মসূচীর সহযোগিতায় পুষ্টিকার্য্যক্রম জোরদারকরণ উপলক্ষে এক গোল টেবিল বৈঠক বুধবার (১৫ জুন) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের হল রুমে অনুষ্টিত হয়।
পুষ্টিকার্যক্রম জোরদারকরন উপলক্ষে আয়োজিত গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মৎস্য কর্মকর্তা, সাবেদুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান,সাংগঠনিক সঃকাইয়ুম হোসেন মিরাজ,অর্থ সঃ মোঃআইয়ুব চৌধুরী, সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি হেডম্যান কার্বারী, সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং লিন প্রকল্পের রাজস্থলী উপজেলা কর্মকর্তা কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রণীর পেশার মোট ২৫ জন অংশগ্রহনকারী গোলটেবিল বৈঠকে অংশ গ্রহন করেন।
আলোচনায় বলেন, আমরা যা খাবার খাই যেন পুষ্টিকর খাবার খাই এবং পরিবারের সকলকে পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতন করি বিশেষ করে গর্ভবতী মহিলাদের বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়ানোর দিকে লক্ষ করি গর্ভবতী মহিলাদের খাবারের কেত্রে কুসংস্কারে কান না দি।