চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অতি বৃষ্টিতে কাপ্তাই সড়কে গাছ ভেঙে পড়ে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
রোববার(১৯জুন) বিকাল ৫টার দিকে উপজেলার ইছাখালী ভূমি অফিসের সামনে বড় একটি গাছ ভেঙে পড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গাছ পড়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জামশেদুল আলম। পরে স্থানীরা সড়ক থেকে গাছ সরাতে এগিয়ে আসেন।
পরে স্থানীয় জনসাধারণ ও উপজেলা ফায়ারসার্ভিস কর্মীরাসহ প্রায় ১ঘন্টা প্রচেষ্টার পর সাড়ে ৬টার দিকে সড়ক থেকে গাছ সরাতে সক্ষম হন। এদিকে যানযটে আটকে থাকা গাড়ির লাইন ছিল দীর্ঘ প্রায় ২কিলোমিটারের মত।