ধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩২) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ জুন) ওমানের স্থানীয় সময় রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল উপজেলার ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়নের পাঁচবাড়ি গ্রামের আবুল কালামের পুত্র।
জানা যায়, ওমানের আবু আলওয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশের একটি হোটেল থেকে রাতের খাবার নিয়ে বাসায় ফেরার সময় সড়ক পার হতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ইকবাল পরিবারের ৩ ভাই ২ বোনের মধ্যে ২য়। তিনি মাত্র ১৫ দিন আগে জীবিকার প্রয়োজনে ওমানে গিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি সে দেশের কাজ করার অনুমোদন পত্র (ওয়ার্ক পারমিট কার্ড) পেয়েছিলেন। সেই খুশিতে বন্ধু-বান্ধবদের নিয়ে বাসায় খাওয়ার আয়োজন করেন। সে খাবার আনতে রাতে সাইকেল নিয়ে হোটেলে গিয়েছিলেন। ফেরার পথে এক দ্রুতগতির গাড়ির ধাক্কায় মারা যান।
তার সংসারে ১০ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানায় পরিবার।