মোহাম্মদ ইদ্রিছঃ- উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রাজারহাট বাজার চত্বরে হয়েছে।
শুক্রবার (২৪জুন) বিকালে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা ড. হাছান মাহমুদ।
পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছির উদ্দিন রিয়াজ।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখবিলাস ফিশারীজ এন্ড প্ল্যান্টেশনের এর চেয়ারম্যান,জাতীয় মৎস্য পুরস্কার প্রাপ্ত মৎস্য খামারী ও পরিবর্তনের নায়ক পল্লীবন্ধু এরশাদ মাহমুদ,চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বেদারুল ইসলাম চৌধুরী বেদার,রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর,রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পদুয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ (অব:) দুলাল কান্তি দাশ,পদুয়া ইউনিয়ন আ.লীগের সধারণ সম্পাদক বদিউজ্জমান বদি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহিদ হাছান তালুকদার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন আজাদ,ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি প্রণবধর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ- সাধারণ সম্পাদক নিরুপম বড়ুয়া,মো. সোহেল, আব্দুল গফুর,হেলাল উদ্দিন তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি দেলোয়ার হোসেন,বিজন দাশ গুপ্ত,শাহ আলম, সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ শাহজাহান,এমদাদ হোসেন,মাষ্টার অঞ্জন দাশ,মাষ্টার রফিক, মাষ্টার ছাবের,মাওলানা হাকিম উদ্দিন, আশোক তালুকদার,জসীম উদ্দিন, মৌলভী নুরুল আজিম,পদুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদ, ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন, পদুয়া ইউনিয়ন পরিষদ মহিলা সংরক্ষিত আসনের সদস্যা শামিমাহ আকতার,কুমকুম বড়ুয়া,রুজি আকতার,আমিন,আবুল কালাম বাচা, মতিউররহমান,ডা: অঞ্জন দাশ,নুরুল ইসমাইল হোসেন টিটু,সঞ্জয়দে ভুট্টো,পরিতোষ,বাবুল তালুকদার,চন্দন তালুকদার,তারেকশ্বর,ইমাম হোসেন, আব্বাস উদ্দিন,অমুল্য দাশ,পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।
সম্মেলনের শুরুতে কুরআন,গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আয়োজিত সম্মেলনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মো. তারেক সোহেল, সম্পাদক প্রার্থী মো. শহীদ উদ্দিন শওকত ও অন্যান্য প্রার্থীরা মিছিলসহকারে সম্মেলনে যোগদান করেন। আয়োজিত সম্মেলনে পদুয়া ইউনিয়ন আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে সম্মেলন পূর্ণ হয়ে যায়। সম্মেলনে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দের সমাগম হয়।