যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের উচ্চকন্ঠ সাহসিকা শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী পালনোপলক্ষে গতকাল সোমবার (২৬ জুন) বিকেলে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও এডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় নগরীর দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। আলোচনায় অংশনেন আবদুল মালেক খান,কামাল উদ্দিন,রাজীব চন্দ, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন,শীলা চৌধুরী, কোহিনুর আকতার, আশরাফুল ইসলাম,এস এম রাফি, তারেক উদ্দিন,মোহাম্মদ এরশাদ,প্রদীপ দাশ প্রমূখ। সভায় প্রধান অতিথি বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের কাছে জাহানারা ইমাম দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের এক অনন্য প্রেরণার উৎস হিসেবে আজও অবিস্মরণীয়। তাঁর অসম সাহসী ভূমিকা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করেছে। তিনি বাঙালির মানসপটে চিরভাস্বর হয়ে থাকবেন।