চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে লাবিবা আকতার(৫) ও মো. আলিফ (৪) নামে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা ৬ নম্বর ওয়ার্ড পূর্ব পাড়া আহমদ সৈয়দ মেম্বার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিবা আকতার(৫) বেতাগী ইউনিয়নের মাহাবুবুল আলমের কন্যা ও মো. আলিফ (৪) একই এলাকার সৈয়দুল আলমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দু’জনে খেলা দুলা করার সময় একপর্যায়ে পুকুরের পাশে চলে গেলে বাবা মায়ের অগোচরে পানিতে ডুবে যায়। পরে স্বজনরা পানিতে লাশ ভেসে থাকতে দেখলে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দীন তালুকদার বলেন, শিশু দুটির পানিতে পড়ে মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থলে এসে দেখি তারা মারা গেছে। এমন অকল্পনীয় মৃত্যুতে আমরা মর্মাহত ও শোকাভিভূত।