
দক্ষিণ রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সুখবিলাস মুক্তিযোদ্ধা বাজারের গরুর হাট সপ্তাহের নির্ধারিত সোমবার ছাড়াও এখন থেকে মিলবে প্রতিদিন। আগামীকাল শুক্রবার থেকে এই বাজার মিলবে আগামী শনিবার রাত পর্যন্ত।
এই বাজারে হাসিল মুক্ত মাঝারি থেকে বড় সাইজের গরু, মহিশ, গয়াল ও ছাগল পাওয়া যাবে এই ঐতিহ্যবাহী বাজারে। সকলকে নিরাপদে এই বাজার থেকে কোরবানির পশু কেনার আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধা বাজারের সভাপতি মোহাম্মদ জাহিদ হাছান তালুকদার।