জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নামাজ পড়া শুরু হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা পদুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউনুছিয়া পাড়ার জামে মসজিদে।
শুক্রবার (৮ জুলাই) দুপুরে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করা হয়।
এ সময় মাওলানা ফারুক মুসল্লীদের উদ্দেশ্য নসীহত পেশ করেন। পরে মাওলানা নুরুল আমিনের ঈমামতিতে জুমার নামাজে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।
এ সময় জুম্মার নামাজে শতাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করেন এই মসজিদে।
নামাজ আদায় শেষে দেশ এবং জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই :এস এ মুরাদ চৌধুরী
প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবে। ধর্ম-বর্ণ…