মোহাম্মদ ইদ্রিছ:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ (এম.পি) নিজ গ্রামের জামে মসজিদে তাঁর পরিবারের সদস্য, কয়েকজন কর্মকর্তাসহ মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
স্থানীয় এলাকাবাসী,পরিবারের সদস্যদের সঙ্গে নিজ গ্রামের মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেন।
সকাল ৮টা ৪০ মিনিটে পদুয়া ইউনিয়ন সুখবিলাস নিজ গ্রামের জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামে মসজিদের পেশ ইমাম ঈদের নামাজ পরিচালনা করেন।
এসময় ধর্মীয় আলোচনা করেন মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ফারুক।
বাংলাদেশের অব্যাহত শান্তি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।