মোহাম্মদ ইদ্রিছ- বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়া বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ (এম.পি)
রবিবার (১০ জুলাই) বিকালে একটি কৃষ্ণচুরা গাছের চারা রোপণের মাধ্যমে পদুয়া ইউনিয়নের কালিন্দী রানী সড়কের দুই পাশে তিন কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির,পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল কান্তি দাশ,
সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও বিট কর্মকর্তা মিন্টু কুমার দেসহ আরো অনেকে।
এ বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।’
এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে কালিন্দী রানী সড়কের দুই পাশে তিন কিলোমিটার জুড়ে তিন হাজার
গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা।