মোহাম্মদ ইদ্রিছ- রাঙ্গুনিয়া উপজেলার আলেমদের অরাজনৈতিক সংগঠন‘ ওলামা পরিষদের পবিত্র ঈদুল আযহার’ পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ৫ টায় আল্লামা মুফতি ফয়জুল্লাহ সরফভাটার নিজ বাস ভবনে ওলামা পরিষদ সভাপতি আল্লামা আনাছ মাদানীর সভাপতিত্বে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়।
ওলামা পরিষদের সভাপতি আল্লামা আনাছ মাদানী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হাইয়্যাতুল উলইয়ার স্থায়ী কমিটির সদস্য আল্লামা মুফতি ফয়জুল্লাহ।
ওলামা পরিষদের সহ- সভাপতি মাওলানা নাজমুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, ওলামা পরিষদের উপদেষ্টা মালানা মুফতি শফিকুল ইসলাম, সভাপতি মন্ডলীর সদস্য মাওলানা নুরুল আমিন,যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দিন, ক্বারী মাওলানা শওকত বিন মুছা,ইসলামপুর ইউনিয়ন ওলামা পরিষদের আহবায়ক মাওলানা আব্দুল মালেক,
এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল লতিফ,মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মুবিন,মাওলানা ইলিয়াছ,মাওলানা আবুল বয়ান,মাওলানা জালাল উদ্দীন, মাওলানা আবুল কাসেম,মাওলানা দিলদার, মাওলানা কাউছার বিন নুর, ও মাওলানা আব্দুল আজিজসহ আরো অনেকে।