
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ যাত্রী নিয়ে সড়কের উপরই উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ২৮ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪টার সময় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের কাতালপীর শাহ্ মাজার সংলগ্ন এলাকার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা থেকে অন্তত ৪০ যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। রাউজান উপজেলার কাতালপীর শাহ্ মাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। বাসের আহত হওয়া সকল যাত্রীদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়,রাস্তার উপর বাসটি উল্টে যাওয়ার পর এক যাত্রীর আত্মচিৎকারে ছুটে গিয়ে দেখি তার গলায় বাসের ভাঙা গ্লাস ঢুকে গেছে। ওই বাসে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। অনেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
রাউজান চুয়েট পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. খুরশেদ আলম বলেন, ঘটনার পরপর পুলিশ এসেছে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিল। এরমধ্যে বেশিরভাগই যাত্রী আহত হন। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।